বর্তমানে রাজ্যের একাধিক আলোচ্য রাজনৈতিক ইস্যুর মধ্যে একটি হলেন মদন মিত্র। বর্তমানে, তাঁকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার আসর। তাঁর নামটিকে কেন্দ্র করে কখনও মন্তব্য ধেয়ে আসছে খোদ শাসকদলের তরফেই, আবার কখনও কটাক্ষপূর্ণ মন্তব্যের বৃষ্টি হচ্ছে রাজ্যের শাসকদলের তরফে। এইবার, তাঁকে কেন্দ্র করে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আর পাঁচটা দিনের মতো চলতি সপ্তাহে সোমবারেও প্রাতঃভ্রমণে বেরোন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সময়েই ইকোপার্কে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, “আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ নবান্ন অভিযানে বুঝে গিয়েছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়ে দিয়েছিল। এখন বুঝে গিয়েছে বাংলার মুড পাল্টে গেছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে। কারণ মানুষ এখন তৃণমূলকে বুঝে গেছে”।
প্রসঙ্গত, গত রবিবারে তৃণমূল নেতা মদন মিত্রের তরফে করা মন্তব্যটিকে কেন্দ্র করে পাল্টা জবাব দিলীপ ঘোষের। তিনি মূলত বলেছিলেন, “রাজ্যে যাঁরা তাণ্ডব করছেন, গুণ্ডামি করছেন, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ পেলে ১০ মিনিটও লাগবে না। ওসব ঘটিবাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব…তবে তৃণমূল বলছে হিংসা নয় সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই”।