গুজরাত জুড়ে গোহত্যা এবং গোমাংস বিক্রি করা নিষিদ্ধ। তারপরেও গোমাংসের খাবার বিক্রি এবং রাখার অভিযোগে সুরাটের এক রেস্তরাঁর কর্ণধারকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশ।
২০১৭ সালে পাশ হওয়া গুজরাত অ্যানিম্যাল প্রোটেকশন বিল অনুযায়ী গোহত্যাকে শাস্তিযোগ্য অপরাধ। তারপরেও ‘দিল্লি দস্তরখান’ নামে একটি রেস্তরাঁর কর্ণধার সরফরাজ মহম্মদ ওয়াজির খান বিক্রি করে চলেছেন গোমাংস। এই মর্মে লালগেট থানায় সম্প্রতি অভিযোগ জানিয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। এই অভিযোগের ভিত্তিতেই ওই রেস্তরাঁতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ৬টি মাংসভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করে পুলিশ, যার প্রতিটিতে ১০ কেজি করে মাংস ছিল বলে জানা গিয়েছে।
যদিও ওই রেস্তরাঁর মালিকের দাবি, তা আসলে মোষের মাংস। কিন্তু ফরেনসিক পরীক্ষায় ছটি নমুনার মধ্যে দুটি নমুনা গোমাংস বলে শনাক্ত করা গিয়েছে, এমনটাই দাবি করেছে পুলিশ। আর তার জেরেই রেস্তরাঁর মালিককে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ।