ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ উঠেছে মূলত হাসপাতালের বিলকে কেন্দ্র করে। এতদিন পর্যন্ত বিভিন্ন বেসরকারি হাসপাতালে এই ইস্যুতে দুর্নীতির অভিযোগ উঠত। এবার, এই অভিযোগ উঠল এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই অবস্থায় শোরগোল পড়ে গেল রাজ্য জুড়ে।
হাসপাতালের বিল কেন্দ্রীক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে। এই হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, হাসপাতালের রোগীদেরকে ডিসচার্জ করার পরে তাঁদের নামেতে ভুয়ো বিল তৈরি করা হয়েছে ও তাঁদেরকে দেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে এসেছে এই শিশুর ঘটনাকে কেন্দ্র করে। শিশুটির নাম আরফা, তিলজলা রোডের বাসিন্দা। এই শিশুটির মধ্যে জ্বর-সর্দি-শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে চলতি মাসেই ৩ তারিখে ভর্তি করা হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। শিশুটির শারীরিক পরিস্থিতি ঠিক হতে হতে, একসময় পুরোপুরি সুস্থ হয়ে যায় শিশুটি। যার ফলে তাঁকে ৯ সেপ্টেম্বর তারিখে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, এরপরেই আবার শিশুটিকে কেন্দ্র করে ১২ই সেপ্টেম্বর তারিখে শ্রবণক্ষমতা যাচাই করার নামে একটি বিল করা হয় হাসপাতালের তরফে। আর এইখানেই দুর্নীতির অভিযোগ তোলা হয় শিশুটির পরিবারের তরফে। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে যে, চলতি মাসেই ৯ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে।