পুকুর পাড়ে বসানো হয়েছিল গার্ডওয়াল। খরচ হয়েছিল ৪০ লক্ষ টাকা। কিন্তু নির্মাণের ২ সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ল। মুর্শিদাবাদের ধুলিয়ানের এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। গার্ডওয়াল তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ধুলিয়ানের ৬ নম্বর ওয়ার্ডের শিব মন্দির-পুকুর পাটাল এলাকায় জমিদারবাড়ির কাছে একটি বড় পুকুরের চারপাশে গার্ডওয়াল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা। প্রায় ২০০ মিটার লম্বা সেই গার্ডওয়াল তৈরির কাজ শেষ হয়েছিল দুই সপ্তাহ আগেই। আর এরই মধ্যে বিশাল ফাটল দেখা দিয়েছে সেই গার্ডওয়ালে। এই আবহে গার্ডওয়াল নির্মাণে ব্যবহৃত উপকরণ নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার থেকে গার্ডওয়ালটি পুকুরের দিকে ঝুঁকতে শুরু করে। এরপর শনিবার গার্ডওয়ালের বেশ কিছুটা অংশ ধসে পড়ে।
জানা গিয়েছে, কাজটির তত্ত্বাবধানে ছিলেন ধুলিয়ান পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেমিম রেজা। আবার এই ওয়ার্ডেরই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সুমিত সাহা। তিনি আবার পুরসভার উপ-প্রধান। তাঁর ওয়ার্ডে এহেন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসকদল।
গার্ডওয়াল ভেঙে যাওয়ার কথা স্বীকার করেও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামাম-উল ইসলামের সাফাই, ‘নির্মাণকাজ এখনও চলছে। গার্ডওয়ালের নিচের মাটি সরে যাওয়ার কারণেই এই ফাটল দেখা দিয়েছে। নির্মাণকারী সংস্থাকে আবার নতুন করে ওই গার্ডওয়াল তৈরির জন্য বলা হবে।’