নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কলকাতায় পা রখেই মমতা সরকারের উদ্দেশ্যে ৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি। তাঁরা বলেন, ‘বাংলায় জঙ্গলরাজ চলছে। ২৪-এর লোকসভা নির্বাচনেই শিক্ষা পাবে তৃণমূল’। কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল (উত্তর প্রদেশ), লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও, পঞ্জাবের সুনীল জাখার।
কলকাতায় আসার পর বিজেপির পাঁচ সদস্যের দলের সদস্য ব্রিজলাল বলেন, ‘বাংলায় জঙ্গলরাজ চলছে। কাটমানি, তোলাবাজির রাজত্ব চলছে। কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের দুর্নীতি ফাঁস হয়েছে। বাংলার মানুষ সব দেখছে। এখানে গণতন্ত্র নেই, তামাশা চলছে। ২০২৪ সালের নির্বাচনে বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে’।
তাঁর আরও অভিযোগ, নবান্ন অভিযানে অংশ নেননি, এমন অনেক বিজেপি কর্মীকেও পাকড়াও করা হয়েছে। পুলিশি অত্যাচারের নিন্দায় সরব হয়েছেন তাঁরা। মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি এদিন মীনাদেবী পুরোহিতর বাড়িতেও যান তাঁরা। তাঁরা জানাচ্ছেন আগামীকালের মধ্যেই রিপোর্ট তৈরি হবে তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেবেন তাঁরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল। যা ছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলায় জেলায়। কলকাতাতেও অশান্তি, হিংসা দেখা যায়। এই অভিযানকে কেন্দ্র করে বহু বিজেপি কর্মী সমর্থক, পুরুষ-মহিলা নির্বিশেষে আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। কলকাতার বহুদিনের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথায় পাঁচটি সেলাই পড়ে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন এই পরিস্থিতি তৈরি হল সবটা জানতে চান কমিটির সদস্যরা।