আমিষ না নিরামিষ! এই বিতর্ক বহুদিনের। এবার এই নিয়ে নিজেদের মত জানাল আরএসএস। সংঘের এক সর্বভারতীয় নেতার কথায়, ‘যে কেউ আমিষ খেতে পারেন। কিন্তু গোমাংস নয়’।
উত্তরপূর্ব ভারতে প্রায় সবাই নিরামিষাশী। মাছ-মাংস সেখানে হয় না বললেই চলে। কিন্তু বাংলা, ত্রিপুরা, আসাম এবং দক্ষিন ভারতে রমরমিয়ে চলে মাছ-মাংস। বিরোধীদের বক্তব্য গোটা দেশেই নিরামিষ লাগু করতে চায় বিজেপি-আরএসএস। এই নিয়ে বিতর্কও কম হয়নি।
এসবের মধ্যেই আরএসএস-এর বুদ্ধিজীবী শাখা প্রজ্ঞা প্রবাহের প্রধান জে নন্দকুমার দেশবাসীর উদ্দেশ্যে বলেন, বলেন, ‘আমিষ দেশে নিষিদ্ধ নয়। এটি দেশে কখনও নিষিদ্ধ করা হবে না। বরং যারা এমন প্রচার করছেন, তাঁরা মিথ্যা প্রচার করে সাম্প্রদায়িকতার খেলায় নেমেছেন’।
সঙ্গে তিনি যোগ করেন, ‘বহু সাধারণ মানুষ আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন। জলবায়ু পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থান অনুসারে মানুষ এই ধরণের খাবার খায়। তবে আমিষ খেলেও গরুর মাংস এড়িয়ে চলা উচিত’। তিনি বলেন, বৈচিত্র্য ভারতের সম্পদ। একে অপরের সংষ্কৃতিকে সম্মান জানাতে দেশবাসীকে গরুর মাংস না খাওয়ার পরামর্শ দেন তিনি।