লালবাজারের হানা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে। ধৃত একদিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় এবং মার্জিত ভাষা অবলম্বনকারী রুচিশীল ব্যক্তি হওয়ায় স্থানীয় পাড়ার লোকেরা ঘুণাক্ষরেও টের করতে পারেননি ঠিক কী জন্য আধিকারিকদের দল উক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে আসলে কী জন্য এসেছেন। তবে, তারপরে যা হল, তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ স্থানীয়দের।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায় পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড নিউ কলোনি এলাকায়। এই এলাকাতেই বাস করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহ। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে, তিনি বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার তছরুপ করেছেন। আর এই মামলাতেই লালাবাজারের গোয়েন্দা আধিকারিকরা হানা দিলেন। যদিও, ওই বাড়িতে পার্থ গুহকে পাওয়া যায়নি। অভিযুক্ত পার্থ গুহ পলাতক বলে জানা গেছে।
গোয়েন্দা আধিকারিকরা পার্থ গুহর শাগরেদ শাকিল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে তাঁকে সঙ্গে নিয়ে গোয়েন্দা শাখার ৫ সদস্যের টিম সহ নিউ কলোনির বাড়িটিতে হানা দেয়। এই ঘটনাকে স্থানীয় বাসিন্দাদের দাবি, পার্থ গুহকে প্রায় ছয় মাস ধরেই বাড়িতটিতে দেখা যায়নি। এই অবস্থায় পার্থকে খুঁজতে মরিয়া লালবাজারের গোয়েন্দারা।