পাকিস্তানের দুরাবস্থায় চরম হতাশা প্রকাশ করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের দুর্বল অর্থনীতির কথা উল্লেখ করে তিনি এমন মন্তব্য করলেন, যা তাঁর নামকে খবরের শিরোনামে নিয়ে এলো।
সম্প্রতি পাকিস্তানের এক দেশীয় সংবাদপত্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম উল্লেখ করে জানায়, “প্রধানমন্ত্রী বুধবার আইনজীবীদের একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে, আজ আমি যখন মিত্র দেশে যাই বা তাদের ফোন করি, তারা মনে করে আমরা তাদের কাছে টাকা চাইতে এসেছি”। শরীফের বক্তব্য, এমনিতে তো পাকিস্তান অর্থনীতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলই। বর্তমানে, বন্যার কবলে পড়ে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে।
বন্যার কবলে পড়া পাকিস্তানে বিগত ৩০ বছরে এই ধরণের বন্যা দেখা যায়নি বলে দাবি করা হয়েছে। পাকিস্তানে বন্যার প্রকোপ দেখা দিতে শুরু করে চলতি বছরে জুন মাস থেকে। সেই বন্যা থেকে আজও পরিত্রাণ পায়নি পাকিস্তান। জানা গেছে, পাকিস্তানের এই বন্যার কারণে যেখানে প্রায় ৩.৩ লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন। সেখানে প্রায় ১, ৪০০ জনেরও বেশি মানুষ মারাও গেছেন বলে খবর।