রাজ্যে আরও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ৯৪৪ জন বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ সপ্তাহে বাংলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন। গত সপ্তাহে সেই সংখ্যা ছিল ১ হাজার ৮৫৪ জন।
আক্রান্তের সংখ্যা সর্বাধিক উত্তর ২৪ পরগনা জেলায়। এক সপ্তাহে সেই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬১৮ জন। তার পরেই রয়েছে হাওড়া জেলা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। হুগলিতে ডেঙ্গি আক্রান্ত ৩৫৬ জন। মুর্শিদাবাদে ২৯০ জন। জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১৪ জন। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৬৩ জন।