কলকাতা পুলিশের এসি-কে রাস্তায় ফেলে কিল-চড়-ঘুঁষি-লাথি! বিজেপির মারে জখম ৩০ পুলিশ কর্মী

সোমবার থেকেই বিজেপি কর্মীদের কলকাতা আসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে। স্টেশনে ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করে আনা থেকে রাস্তা খুঁড়ে ব্যারিকেড পুঁতে যেতে না দেওয়া। রাজ্য জুড়ে এমনই ছবি দেখা গেছে। পুলিশের উপর সেই রাগই যেন আছড়ে পড়ল নবান্ন অভিযানের দিন। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপিকর্মীদের বিরুদ্ধে। কলকাতা পুলিশের দাবি, বিজেপির ডাকা নবান্ন অভিযান কর্মসূচিতে বাহিনীর অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

মারধরের একটি ভিডিও সামনে এসেছে। একেবারে বিস্ফোরক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মাথায় হেলমেট আর পুলিশের পোশাক পরে কলকাতার রাস্তায় ছুটছেন পুলিশের পদস্থ কর্তা। আচমকাই বিজেপির উত্তেজিত কর্মীরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর শুরু হয় মার। প্রথমে পতাকার লাঠি উঁচিয়ে মার শুরু হয়। কোনওরকমে হেলমেট চেপে ধরে মাথা বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও রেহাই পাননি। ৭-৮জন বিজেপি কর্মী তাঁকে রাস্তার ধারে রেলিংয়ের পাশে ঘিরে ধরেন। চলে এলোপাথাড়ি কিল-চড়-ঘুঁষি। তিনি ছুটে যাওয়ার চেষ্টা করলে ফের একজন বিজেপি কর্মী পেছন থেকে তাঁর ইউনিফর্ম চেপে ধরেন। এরপর রাস্তায় ফেলে লাথি মারতে থাকেন বিজেপি কর্মীরা।

কার্যত রে রে করে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মীরা। শেষ পর্যন্ত কোনওরকমে তিনি সেখান থেকে উঠে পালাতে সক্ষম হন। পরে দুজন এসে তাঁকে ঘিরে ধরে বের করার চেষ্টা করেন। তখনও দেখা যায় পেছন থেকে একজন লাথি মারার চেষ্টা করছেন। এলাকার সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে গোটা ঘটনা। ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। মহাত্মা গান্ধী রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। ওই জায়গার কাছেই দেবজিৎকে মারধর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.