গোয়ায় বড়ো ধরণের ধাক্কা খেতে হল কংগ্রেসকে। বিধানসভায় জয়ী অর্ধেকের বেশি কংগ্রেস বিধায়কই করলেন দলবদল। যেখানে প্রায় প্রত্যেক রাজনৈতিক দল ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেখানে কংগ্রেসের বিধায়ক হারানোয় বেশ বড়ো ধরণের ধাক্কা খেয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
২০২২ সালেই বিধানসভা নির্বাচন আয়োজিত হয় গোয়ায়। উক্ত নির্বাচনে মোট ১১টি আসনে জয়লাভ করে কংগ্রেস। কিন্তু, বছর গড়াতেই বেশ বড়ো ধরণের ধাক্কা খেতে হল কংগ্রেসকে। মোট ৯ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে খবর।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, চলতি সপ্তাহে বুধবারে দলত্যাগী বিধায়কেরা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত ও বিরোধী দলনেতা মাইকেল লোবোর নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে, তাঁরা বিধানসভার স্পিকারের সঙ্গেও কথা বলেছেন বলে খবর।