একাধিক দুর্নীতির অভিযোগে জড়িয়ে শাসকদল। তবে, এখনও এই অভিযোগের তালিকা শেষ হচ্ছে না। প্রায়ই নতুন দিনের সূর্যের আলোয় তৃনমূলের কিছু নেতা-কর্মীদের বিরুদ্ধে উঠছে প্রতারণার অভিযোগ। এই তালিকায় অধিকাংশই রয়েছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে, চাকরি না দেওয়ার অভিযোগ। সম্প্রতি, এই ধরণের আরও এক ঘটনা দেখা গেল চাকলায়।
সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া এলাকায়। এই এলাকায় দাবি করা হয়েছে, এই এলাকার স্থানীয় বাসস্ট্যান্ড নিকটবর্তী এলাকায় বেশ পোস্টার দেখা গেছে। এই সমস্ত পোস্টারে একদিকে চাকরিপ্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে এবং লেখা হয়েছে যে, “চাকরি দেওয়ার নাম করে অ্যাডভান্স টাকা নেওয়া হয়েছিল। কিন্তু, এই মুহূর্তে সেই চাকরি দেওয়া সম্ভব নয়। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা আগাম টাকা দিয়েছিল তাদের টাকা ফেরত দেওয়া হবে ১৫ সেপ্টেম্বর। যাঁরা অগ্রিম দিয়েছেন, তাঁরা নিম্নে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করুন”।
এই পোস্টার প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এরপরেই কাঠগড়ায় চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান বিধায়ক এবং চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম। এই প্রসঙ্গে, তাঁদেরকে প্রশ্ন করা হলে, তাঁরা যদিও অস্মস্ত অভিযোগ অস্বীকার করেছেন।