জাতপাতের বিরোধিতা করতে গিয়ে হিন্দু ধর্মেরই নিন্দা করে বসলেন ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা। এক জনসভায় তিনি বলেন, ‘যতদিন হিন্দু থাকবেন ততদিন আপনি শূদ্র, অচ্ছুৎ’। রাজার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। তাদের বক্তব্য, ‘এটা তুষ্টিকরণ ছাড়া আর কী’ !
রাজা বলেন, ‘একজন মানুষ ততদিন সমাজে অচ্ছুৎ বলে বিবেচিত হন যতদিন তিনি হিন্দু। একজন তত দিনই শূদ্র, যতদিন হিন্দু। কোনও পরিবার চাইবে যে তাদের সন্তান এরকম থাকুক’। রাজা ভাষণে সুপ্রিম কোর্টেরও সমালোচনা করেন। তিনি বলেন, একটি রায়ে সর্বোচ্চ আদালত বলেছে, ‘একজন মুসলিম, শিখ, খ্রিস্টান না হলে ধরে নেওয়া হবে তিনি হিন্দু।’ রাজার বক্তব্য, এটা এক ধরনের মানসিক পীড়ন। এটা ভারতবর্ষেই আছে।
তামিলনাড়ুর বিজেপি স্টেট প্রেসিডেন্ট কে আন্নমালাই এ রাজার এই বিবৃতির তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, তামিলনাড়ুতে এই রাজনৈতিক পরিস্থিতির জন্য কষ্ট হচ্ছে। ডিএমকের এমপি আবার একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন আর অন্য় একটি সম্প্রদায়কে তিনি তোষামোদ করেছেন। এই ধরনের রাজনৈতিক নেতাদের মানসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁরাই আবার ভাবছেন তাঁরা তামিলনাড়ু দখল করেছেন।