চলতি সপ্তাহে মঙ্গলবারে বিজেপির নবান্ন অভিযান। মোটামুটি তিন দিক থেকে শুরু হতে চলেছে নবান্ন অভিযান। এই অবস্থায় বিজেপির এই অভিযানকে আটকাতে তৎপর রাজ্যের পুলিশবাহিনীও। এরই নিরাপত্তাকে কেন্দ্র করে একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে যে, হাওড়া ময়দান সংলগ্ন এলাকায়, সাঁতরাগাছিতে রীতিমতো মাটি খুঁড়ে ব্যারিকেড পোঁতা হয়েছে। আর পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো আরেক খবর।
প্রসঙ্গত, হাওড়া ময়দান নবান্ন থেকে মাত্র সাড়ে ৪ কিমি দূরে অবস্থিত। এখান থেকে সোজা জিটি রোড ধরলেই নবান্ন। এই অবস্থায় বিজেপি যাতে এগোতে না পারে, সেইজন্যে মাটি খুঁড়ে গার্ডরেল লাগানো হয়েছে। যে কারণে, উক্ত ব্যারিকেডগুলি অনেকটা ফিক্সড হয়ে থেকে গেছে। এই পরিস্থিতিরই এবার শিকার হল সাঁতরাগাছির দিকে আসা এক অ্যাম্বুলেন্স।
সুত্রের খবর অনুযায়ী, ঘটনাটি যখন ঘটেছে তখন সেই চত্বরে কোনো জমায়েত ছিল না। কিন্তু, তারপরেও ফেরত যেতে হল অ্যাম্বুলেন্সটিকে। উল্লেখ্য, অ্যাম্বুলেন্সটিকে মিছিলে আটকে ফেরত যেতে হয়নি, যেতে হয়েছে ‘দুর্ভেদ্য দুর্গের’ কারণে। অর্থাৎ ওই ব্যারিকেডের কারণে প্রথমে মিছিল নয়, প্রথমে আটকে গেল অ্যাম্বুলেন্স। এই অবস্থায় কোনো উপায় না পেয়ে অগত্যা ফেরত যেতে হয় ক্যান্সার আক্রান্ত রোগী থাকা ওই অ্যাম্বুলেন্সটিকে