পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে নবান্নের কাছাকাছি এলাকায় পৌঁছে গেল বিজেপি বাহিনী। এই অবস্থায় অতি সক্রিয় হতে দেখা যায় বিজেপির পুলিশ বাহিনীকে। তড়িঘড়ি পুলিশ বিজেপি কর্মী ও সমর্থকদের আটক করতে শুরু করে। ঘটনাটি মূলত ঘটে শিবপুর মন্দিরতলা এলাকায়। দাবি করা হয়েছে, এই এলাকা দিয়ে যাওয়ার সময়ে কিছু বিজেপি কর্মী পুলিশকে দেখে বাঁচতে নবান্নের দিকে যেতে শুরু করেন এই অবস্থায় ব্যাপারটি পুলিশের নজরে পড়ে যায় ও তাঁদেরকে পুলিশ আটক করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি কিম’ বলে সম্বোধন করলেন শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নির্বাচন ছাড়া নবান্ন অভিযানের সময় নবান্নে গিয়ে চেয়ারে বসে পড়বে, বিজেপি একথা একবারও বলেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সরকার… বিশেষ করে লেডি কিম… পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়াতে পরিণত করেছেন, সেই লেডি কিম… আমাদের বাংলার তথা কথিত কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে পালালেন। গোটা রাজ্যের যতরকমের পুলিশ আছে, সিভিক পুলিশ, প্রশিক্ষণে থাকা পুলিশ, সবাইকে রাস্তায় নামিয়েছেন”।
তাঁর আরও সংযোজন, “তিনদিক থেকে তিনটি বড় মিছিল আসবে। তাকে নিরাপদ দূরত্বে আটকে দেওয়া হবে (এটা স্বাভাবিক)। এই আইন অমান্য অভিযান তো এই প্রথম নয়। তৃণমূল বিরোধী দল থাকাকালীনও এ করেছে। কিন্তু এবারে সরকার যা করল, তা অভূতপূর্ব। জিআরপি বা আরপিএফ-এর সঙ্গে কথা না বলে রেল স্টেশনের মধ্যে ঢুকে আজকে কম করে ১.৫ লক্ষ লোককে রাস্তায় আটকেছে। বাস, ট্রেকার, ট্রাক যেখানে আছে আটকেছে। যাদের আসার কথা ছিল, তাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই আসতে পারছেন। যারা আসতে পেরেছেন, তারাও খুব লড়াই করে এসেছেন। আমি বেশ কয়েক জায়গার দৃশ্য দেখছিলাম… বীরভূম, কাঁথি। সেখানে ব্যারিকেড গুঁড়িয়ে দিয়ে এসেছে কর্মীরা। সাঁতরাগাছিতে তো প্রাচীর তৈরি করেছে”।