মঙ্গলবারে বিজেপির তরফে শুরু হয়েছে বিজেপির নবান্ন অভিযান। এই অভিযানের সমর্থনে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির মিছিল বেরোয়। এই বেশ কিছুদিন ধরে ‘নেট প্র্যাকটিসের’ পরেই চলতি সপ্তাহে মঙ্গলবারে শুরু হয় ‘আসল ম্যাচ’। আর এইদিনেই কোথাও যেতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদেরকে। আবার কোথাও, অন্যত্র বাধা দেওয়ার জবাবে আরেক স্থানে দেওয়া হচ্ছে পাল্টা মার। প্রথম দৃশ্যটা রাজ্যের একাধিক জায়গায় দেখা দিলেও, ঠিক দ্বিতীয় দৃশ্যটি দেখা গেল পূর্ব মেদিনীপুরে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের সোনাপেতা এলাকায়। চলতি সপ্তাহে মঙ্গলবারে বিজেপির নবান্ন অভিযান শুরু হলে, এই অভিযানেই যোগ দেওয়ার স্বার্থে বিজেপি কর্মী সমর্থকরা কলকাতা যাওয়ার জন্য বাসে করে রওনা হচ্ছিলেন। এরই মাঝে ঘটনাটি ঘটে সোনাপেতায় জাতীয় সড়কের উপরে টোল প্লাজার কাছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কলকাতা যাওয়ার পথেই উক্ত টোল প্লাজা নিকটবর্তী এলাকায় থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়তে শুরু করেন। এই অবস্থায় টোল প্লাজা নিকটবর্তী স্থানে অবস্থিত রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। এই অফিসেই বসে ছিলেন পঞ্চায়েত প্রধান তারক জানা। আর এই প্রতিবাদই যেন কাল হয়ে গেল। তারাক জানা ঘটনার প্রতিবাদ করতেই বিজেপির কর্মীরা তাঁকে মারধোর করতে থাকে বলে অভিযোগ। এই মারধোরের জেরে তাঁর কাপড় ছিঁড়ে যায় বলে দাবি।