উচ্ছ্বাস বদলে গেল হতাশায়। জলপাইগুড়িতে টাটা গোষ্ঠী আসছে না। জানিয়ে দিলেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে কোকোকোলার বদলে টাটা বলে ফেলেছেন’।
সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, টাটা গোষ্ঠী জলপাইগুড়ির রানিনগরে ৬৬০ কোটি টাকার বিনিয়োগে নতুন ইউনিট গড়বে। ন্যানো হাতছাড়া হওয়ার পর টাটা গোষ্ঠী ফের রাজ্যে আসছে, খোদ মুখ্যমন্ত্রীর মুখে একথা শুনে আশায় বুক বাঁধতে শুরু করেন উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের মানুষ। পরে অবশ্য জানা যায়, মুখ্যমন্ত্রী মুখ ফসকে কোকাকোলার বদলে টাটা বলেছেন।
সোমবার জলপাইগুড়ির রানিনগরে কোকাকোলার একটি কারখানা উদ্বোধন করেন মমতা। ওই কারখানার জন্য ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকাকোলা বেভারেজেস। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কোকাকোলার বদলে বলে ফেলেন, জলপাইগুড়িতে টাটা বিনিয়োগ করেছে। তাঁর এই বক্তব্য শুনে স্বাভাবিকভাবেই খুশির হওয়া ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গে।
যদিও পরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, টাটা গোষ্ঠী জলপাইগুড়িতে আসছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে কোকাকোলার বদলে টাটা বলেছেন। এদিন কোকাকোলার যে প্ল্যান্ট উদবোধন হল, উনি সেটার কথাই বলতে চেয়েছিলেন। মুখ্যসচিব বলেন, ‘টাটার কথা মুখ্যমন্ত্রী বলতে চাননি। জলপাইগুড়িতে বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকাকোলা বেভারেজেস।’