‘যেখানে আটকাবে বসে পড়ব’, নবান্ন অভিযানের আগে হুঙ্কার দিলীপের, সুকান্ত বললেন, ‘বিজেপি ঝড় আসছে’

চলতি সপ্তাহে মঙ্গলবারে শুরু হতে চলেছে বিজেপির নবান্ন অভিযান। বিভিন্ন দিকে দিক থেকে কর্মী ও সমর্থনকারীরা কলকাতার জন্য রওনা দিতে শুরু করেছে। ঠিক এই সময়েই দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল বাড়াতে দলের উদ্দেশ্যে বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

একদিকে, দিলীপ ঘোষের হুঙ্কার, “কোনও বাধাতেই এই কর্মসূচি রোখা যাবে না। যেখানে তাঁদের আটকানো হবে, সেখানেই দলীয় কর্মী সমর্থকরা বসে পড়বেন”। তাঁর আরও সংযোজন, “যেভাবে বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলে এসেছেন, ধন্যবাদ জানাই। গতকাল বিকেল থেকেই পুলিশ জেলায় জেলায় আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের বিধায়করা এগিয়ে এসেছেন। বাধা অতিক্রম করে কলকাতায় এসেছেন। এত মানুষ এসেছেন তাঁদের সঙ্গে”।

অপরদিকে, সুকান্ত মজুমদারের বার্তা, “প্রচুর কর্মী সমর্থক আমাদের আসতে পারেননি। আফশোস করছেন বাড়িতে বসে। আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়েছে। পুরুলিয়ায় অনেককে আটক করে আবার রাতে বাড়িতেও পৌঁছে দিয়েছে। যাতে পুলিশের বিরুদ্ধে আমরা কোনও কিছু বলতে না পারি। তবে এত কিছুর পরও এক একটা ট্রেনে আমাদের কর্মীদের উপচে পড়া ভিড়। আমাদের কর্মীরা উত্তেজনায় ফুটছে। তাঁরা এই নবান্ন অভিযানকে সফল করার জন্য যা করতে হয় সমস্ত কিছু করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.