ধারাবাহিকভাবে হিন্দু দেবদেবীদের কুরুচিকর আক্রমণ করেন। তাই শো বন্ধ করতে হবে। এমন দাবি জানিয়ে গুরগাঁও ডেপুটি কমিশনররে কাছে বজরং দল ও বিশ্ব হিন্দু মিলে একটি মেমোরেন্ডাম জমা দেন। শুধু তাই নয়, যেখানে শো হবার কথা ছিল সেই পানশালার বাইরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ মেষ শো বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ।
তবে এখানেই শেষ নয় কুণালের নামে এফআইআরও করা হয়। যেখানে বলা হয়েছে এই শোএর কারণে গুরগাঁও তে অশান্তির সৃষ্টি হতে পারে। সেই কারণে অবিলম্বে বাতিল করা হোক তাঁর শো। নয় তো প্রতিবাদে বসবে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ।
প্রবীন সাইন ও প্রবীন হিন্দুস্তানি বিশ্ব হিন্দু পরিষদের জেলা কোর্ডিনেটর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা পানশালার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, শুধু তাইযে সব শিল্পীরা হিন্দু দেবদেবীদের অপমান করে তাঁদের এখানে শো করার অধিকার নেই। গুরগাঁও এর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।’
এদিকে পানশালার ম্যানেজার বলেছেন, ‘আমরা এই শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ কোনও ধরনের ঝামেলা চাই না আমরা। বজরং দলের দুই অনুগামী এসে রীতিমত হুমকি দিয়ে গিয়েছে। তাঁরা এই শো নিয়ে আপত্তি তুলেছেন। এবং এই শো হতে দেবেন না এমন কথাও বলেন।’