বাগুইহাটি কাণ্ডকে কেন্দ্র করে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এর আগেও তাঁর মন্তব্য তাঁকে বিতর্কের মাঝে টেনে নিয়ে গেছিল। এবারটাও সেটার বিপরীত হল না। আবারও খুন হওয়া যুবকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল সৌগত অধিকারীকে।
তিনি প্রথমে বলেন, “খুন হওয়া দু’ জন যুবক ড্রাগসের নেশা করত, N-10 ট্যাবলেট খেত।’ প্রকাশ্যে অনুষ্ঠানে এমনই বিস্ফোরক দাবি করলেন সাংসদ সৌগত রায়”। তিনি আরও সংযোজন, “একজন ছেলে পঞ্চাশ হাজার টাকা বাইক কেনার জন্য কোথা থেকে পায়? আমি হলে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি সেই সমস্ত ছেলেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আনতে। ছেলেরা এমন কিছু না করুক যাতে বাবা মাকে লজ্জিত হতে হয়”।
গত রবিবারে মূলত বরানগর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্র-ছাত্রীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই তিনি খুন হওয়া যুবকদের ড্রাগের নেশায় মত্ত থাকার দাবি করলেন। আর তাঁর বিতর্কিত মন্তব্যই আবার তাঁর নাম খবরের শিরোনামে নিয়ে এলো।