বাদল দিনেও তপ্ত বাংলা। সৌজন্যে বিজেপির নবান্ন অভিযান। বেলা ১টায় কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দান থেকে তিনটি মিছিল বেরবে। তিন দিক থেকে ত্রিশূলের আকারে মিছিল করে নবান্ন অভিযানের প্রস্তুতি নিয়েছে বিজেপি। একইভাবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে পথ মুড়েছে পুলিশও। জায়গায় জায়গায় গার্ডরেল, ব্যারিকেডে ছয়লাপ। এমনকী রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসানোর ছবিও দেখা গিয়েছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকা, সাঁতরাগাছিতে।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে রয়েছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে রয়েছেন দু’ জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর থাকছেন।
শহরের নানা প্রান্ত থেকে নবান্নমুখী বিজেপির মিছিল ঠেকাতে ৫টি জলকামান রাখা হচ্ছে। থাকছে দু’ টি বজ্র। এ ছাড়াও গোটা পরিস্থিতি ড্রোনে নজরদারি চালানো হবে। প্রসঙ্গত, বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তবে পুলিশি অনুমোদমের তোয়াক্কা না করেই নবান্ন অভিযানে নামতে চলেছে পদ্মশিবির।
নবান্ন থেকে মাত্র সাড়ে ৪ কিলোমিটার দূরে হাওড়া ময়দান। এখান থেকে মিছিল নিয়ে এগোবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ার জিটি রোডে এদিন দেখা গেল রাস্তা খুঁড়ে বসানো হয়েছে গাছের খুঁটি। তার সঙ্গে শক্ত করে বাঁধা হয়েছে পুলিশের ব্যারিকেডগুলি। যাতে কোনওভাবেই এই রাস্তা পার করতে না পারেন বিজেপি কর্মীরা। কারণ এই জিটি রোড সোজা চলে যাচ্ছে নবান্নের দিকে। শুধু তাই নয়, একটা ব্যারিকেডের সঙ্গে অন্য ব্যারিকেড ঝালাই করে দেওয়া হয়েছে।