শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৫
যান চলাচল নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে
বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে এজেসি বোস রোড-এক্সাইড মোড়-এজেসি বোস রোড হয়ে উত্তর অভিমুখে এপিসি রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অথবা এজেসি বোস রোড- জহরলাল নেহরু রোড-উত্তর অভিমুখে জহরলাল নেহরু রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাওড়া ব্রিজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করেছে পুলিশ।
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৪
কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ
বিজেপির নবান্ন অভিযানের জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে কয়েকটি রাস্তায়। সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত এনসি স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড ধরে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। দুপুর ১২টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত স্ট্র্যান্ড রোড এবং উত্তর অভিমুখে কিংসওয়ে মোড় পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে কিংসওয়ে, আরআর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গন্তব্যে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। অথবা কিংসওয়ে-আর আর অ্যাভিনিউ-দক্ষিণ অভিমুখে রেড রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:১১
বিজেপির মিছিল ঠেকাতে শহরে পুলিশের বিশাল বাহিনী
বিজেপির মিছিল আটকাতে তৈরি পুলিশের বাহিনী। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে রয়েছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে রয়েছেন দু’জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর থাকছেন।
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৭
পুলিশে ছয়লাপ কোনা এক্সপ্রেসওয়ে
মঙ্গলবার সকাল থেকে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। হাওড়ার বেলেপোলের কাছে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। সাঁতরাগাছিতে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তা খুঁড়ে লোহার বিম ঝালাই করে ব্যারিকেড করা হয়েছে। যাতে কোনওভাবেই এই ব্যারিকেড ভেঙে এগোতে না পারেন বিজেপি কর্মী-সমর্থকরা।
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৫
বিজেপির নবান্ন অভিযান রুখতে মোতায়েন পুলিশের বিশাল বাহিনী
বিজেপির নবান্ন অভিযান ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির মিছিল আটকাতে নবান্নমুখী বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। রাখা হচ্ছে জলকামান, ড্রোন।