‘বয়কট’ অভিযান কী সফল হয়েছে? না ব্যর্থ হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’কে কেন্দ্র করে? এই প্রশ্নই বর্তমানে ঘুরছে চারিদিকে। একদিকে, তুমুল ‘বয়কট’ অভিযানের পরে করণ জোহর দাবি করেছিলেন যে, বয়কট অভিযান কোনো প্রভাব ফেলতে পারেনি ব্রহ্মাস্ত্র সিনেমার ব্যবসায়। কিন্তু, সম্প্রতি আবার বিপরীত দাবি উঠেছে চারিদিকে। অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের শেয়ার করা টুইটে এমনটাই দাবি করা হয়েছে।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একটি টুইট শেয়ার করেছে সম্প্রতি। সেই টুইটে দাবি করা হয়েছে, করণ জোহর ব্রহ্মাস্ত্রের ব্যবসা নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। এই পোস্টে আরও দাবি করা হয়েছে যে, মগজ ধোলাইয়ের শিকার ব্যক্তিরা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন এবং একাধিক ট্রেড অ্যানালিস্ট ব্রহ্মাস্ত্রর বক্স অফিস সংগ্রহের ব্যাপারে নীরবতা বজায় রেখেছেন।
অপরিদকে করণ জোহরের দাবি ব্রহ্মাস্ত্র লাভের মুখ দেখিয়েছে। করণের আরও দাবি দুই দিনের নিরিখে উক্ত সিনেমাটির মোট ৭৯ কোটি টাকা আয় হয়েছে এবং শুধুমাত্র হিন্দি আয় ৬৯.৫০ কোটি টাকা। সর্বোপরি করণ জোহরের দাবি হাউসফুল দেখা গেছে সকালের শোগুলিতে।