সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে অসমে গ্রেফতার ২ জঙ্গি। এই মামলাকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর অনুযায়ী, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগাযোগ থাকতে পারে ধৃত জঙ্গিদের।
অসম পুলিশ ধৃতদের মূলত গ্রেফতার করেছেন চলতি সপ্তাহে সোমবারে মরিগাঁও জেলা থেকে। ধৃতদের পরিচয়ও জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে ইকরামুল ইসলাম ও মুসাদিক হোসেন। ধৃতদের মধ্যে একজন আবার মসজিদের ইমাম বলে খবর। জঙ্গি সন্দেহে ধৃত ইমামের নাম হল ইকরামুল ইসলাম।
অসম পুলিশের তরফে জানানো হয়েছে যে ইকরামুল ইসলাম গ্রেফতার করা হয়েছে আসামের নগাঁও জেলা থেকে এবং মুসাদিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে মূলত মোরিগাঁও জেলার মইরাবাড়ি এলাকা থেকে। উল্লেখ্য, এই সমস্ত খবরই জানা গেছে, মরিগাঁও জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট অপর্ণার দৌলতে। প্রসঙ্গত, এই নিয়ে জঙ্গি সন্দেহে মূলত ৪০ জনেরও বেশি জনকে গ্রেফতার করেছে পুলিশি এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তিনটি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর।