ভারতীয় ফিল্ম কলাকুশলীদের ইউনিয়নের তরফে করা হল এক বিস্ফোরক দাবি। এই ইউনিয়নের দাবি, বলিউডে ৯০ শতাংশ বিদেশী অভিনেতা ও অভিনেত্রী বৈধ পারমিট না নিয়েই কাজ করছেন। এক শতাংশ নয়, দুই শতাংশ নয়, পুরো ৯০ শতাংশ অহিনেতাকে কেন্দ্র করে এই দাবি করায়, শোরগোল পড়ে গেছে অভিনয় মহলে।
অশোক দুবে, ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ -এর চেয়ারম্যানের হেডের দাবি, “ছবি বানানোর কাজের সঙ্গে কারা যুক্ত থাকবেন, তা মূলত ঠিক করেন প্রযোজকেরা। বিদেশিদের নিয়োগ করার ফলে আমাদের দেশের লোক কাজ পাচ্ছেন না”। তাঁর আরও সংযোজন, “প্রায় ৯০ শতাংশ বিদেশি পেশাদার বেআইনি ভাবে এ দেশে কাজ করছেন। তাঁদের কাছে যথাযথ কাগজপত্রও নেই”।
‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ -এর চেয়ারম্যান অশোক দুবে এও জানান যে, তাঁরা এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশের দারস্থ হয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “গোটা বিষয়টা নিয়ে একাধিক বার মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। কিন্তু আমাদের কথায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের ইউনিয়নে অন্তত তিন লক্ষ পেশাদার রয়েছেন। আমরা তাঁদের জন্য লড়ে যাব”।