1/4গত কয়েক মাসেই বেশ কয়েকটি ছোট গ্রহাণু পৃথিবীর ‘কাছ’ দিয়ে চলে গিয়েছে। আবারও এমন এক গ্রহাণুর বিষয়ে উল্লেখ করেছে নাসা। গ্রহাণুটির নাম Asteroid 2022 RW। গ্রহাণুটি আকারে বেশ বড়। আসুন এই গ্রহাণুটির বিষয়ে জেনে নেওয়া যাক।
2/4Asteroid 2008 RW পৃথিবী থেকে মাত্র ৬.৭ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে। নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন দফতর জানিয়েছে যে গ্রহাণুটি প্রায় ৩১০ ফুট লম্বা। ৩১০ ফুট মানে তা প্রায় ৩০ তলা অট্টালিকার সমান।
3/4The-sky.org-এর তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০০৮-এ গ্রহাণু 2008 RW আবিষ্কৃত হয়েছিল। গ্রহাণুটি অ্যাপোলো গ্রুপের অন্তর্গত। সূর্য থেকে গ্রহাণুর দূরতম বিন্দু ৪৫৬ মিলিয়ন কিলোমিটার। এর নিকটতম বিন্দুটি ১৩৯ মিলিয়ন কিলোমিটার। গ্রহাণুটি সূর্যের চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করতে ১২৩ দিন সময় নেয়।
4/4আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের পরিমাপ গুলিয়ে ফেললে চলবে না। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ‘কাছাকাছির’ মানে কিন্তু অনেকটাই বেশি। পৃথিবী থেকে ১৯.৪ কোটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনও গ্রহাণু বা অন্যান্য ছোট সৌরজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী বস্তু হিসাবে বিবেচনা করা হয়।