হিন্দু সেজে মন্দিরে ঢুকেছিল তৌফিক আহমেদ। কপালে তিলক কাটা, নেশায় চুর! তারপরই ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে ইট দিয়ে ভাঙতে শুরু করে মন্দিরের বিগ্রহ। উত্তর প্রদেশের গোমতি নদির তীরে শয়নরত হনুমান মন্দিরের ঘটনা। তৌফিককে গ্রেফতার করেছে পুলিশ।
মন্দিরের পুরোহিত জানান, মন্দির সকলের জন্যই খোলা থাকে। প্রথমি তৌফিক মাথায় টিকা লাগায়। তারপর মন্দিরের গর্ভগৃহে ঢোকার চেষ্টা করে। ভাঙচুর করার পর পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন সে নিজের নাম তৌফিক আহমেদ বলে জানায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মন্দিরে ঢোকার আগে তৌফিক নিজের নাম শিবা বলে। এরপর মন্দিরে ঢুকে দুটি মূর্তি ভেঙে ফেলে সে। এই মন্দিরটি আবার একটি মসজিদের সামনেই অবস্থিত। উপস্থিত লোকজন বাধা দিলে শুরু হয় গালিগালাজ। পাল্টা তৌফিককে মারতে শুরু করে জনতাও।
তখনই ওই মন্দিরের প্রধান ডা. বিবেক টাংগরী সেখানে উপস্থিত হন। কোনও ভাবে ভিরের হাত থেকে ছাড়িয়ে অভিযুক্ত তৌফিককে পুলিশের হাতে তুলে দেন। অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা শিশির চতুর্বেদী এই ঘটনার তীব্র নিন্দা করেন। অভিযুক্ত তৌফিকের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন তিনি।