প্রতারণার ফাঁদে পা দিলেন সিরাম ইন্সটিটিউট সংস্থার ডিরেক্টর। যার ফলে কোটি টাকা হারাতে হল তাঁকে। জানা গেছে, তিনি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটি মেসেজ পেয়েছিলেন। আর সেই মেসেজের ভিত্তিতেই তিনি পাঠিয়ে দেন ১ কোটি টাকা। ব্যাস! পরে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার ফাঁদে পা দিলেন।
ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে সিরাম সংস্থার ডিরেক্টর সতীশ দেশপাণ্ডের সঙ্গে। তাঁর কথায়, সিরাম সংস্থার সিইও আদার পুনেওয়ালার নামে একটি মেসেজ আসে। সেই মেসেজ লেখা থাকে যে, ‘আমি সিইও বলছি, এটা আমার নতুন নম্বর’। এরপরে টাকা পাঠানোর কথা বলা হয়। অভিযুক্তদের তরফে পাঠানো ব্যাঙ্কের নম্বরে আর এরপরেই তিনি যাচাই না করেই টাকা পাঠিয়ে দেন। এরপরেও ঘটে যায় কাণ্ড।
টাকা পাঠানোর পরে তাঁর সন্দেহ হলে তিনি আবার যোগাযোগ করতে গেলে আর কল লাগেনি। তখনই তিনি বুঝতে পারেন যে, তিনি অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এই ব্যাপারে তিনি পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। অভিযুক্ত প্রতারকদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।