1/4১০ সেপ্টেম্বর থেকে কলকাতার রাস্তায় নেমেছে ‘পুজো স্পেশ্যাল শপিং বাস’। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এই বাসগুলির পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে যাত্রীদের।
2/4ন’টি রুটে চলবে বাসগুলি। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলাচল করবে কলকাতার বিভিন্ন রুটে। জানা গিয়েছে, শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনে অতিরিক্তি বাস চালানো হবে।
3/4এসপ্ল্যানেড থেকে হাওড়া, এসপ্ল্যানেড থেকে ডানলপ , শ্যামবাজার থেকে ব্যারাকপুর কোর্ট, হাওড়া থেকে গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে পর্ণশ্রী, গড়িয়াহাট থেকে বেহালা চৌরাস্তা রুটে বাসগুলি চলবে।
4/4এই বাসের ভাড়া অন্যান্য সরকারি এসি এবং নন এসি বাসের মতোই। বিশেষ বাস বলে এর ভাড়া বাড়ানো হয়নি। পুজোর আগে আম জনতাকে বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন।