ভিড়ে ঠাসা বাস। হাতল ধরে একাধিক যাত্রীকে ঝুলতে ঝুলতে যেতে দেখা গেল। সেই ভিড়ের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে যেতে দেখা গেল কয়েক জন স্কুলপড়ুয়াকে।
দ্রুতগতিতে রাস্তা দিয়ে ছুটছিল বাসটি। যে ভাবে যাত্রীরা ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে আতঁকে উঠতে হয়। এমন দৃশ্য দেখার পরই মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগবে, কেউ ছিটকে পড়ে যাবে না তো?
এই ভিডিয়োটি শুরুতে দেখার পর যে আশঙ্কাটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, একটু পরে সেটাই হল। ঝুলতে থাকা যাত্রীদের মাঝখান থেকে এক স্কুলপড়ুয়াকে হাত ফস্কে রাস্তায় আছাড় খেয়ে পড়তে দেখা গেল। সৌভাগ্যবশত পিছনে কোনও গাড়ি ছিল না। তা না হলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হতে পারত।
শিউরে ওঠা এমন দৃশ্য দেখা গিয়েছে তামিলনাড়ুর কাঞ্চিপুরমে। স্কুলপড়ুয়া রাস্তায় পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টাও করে। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ফেলেন। ফলে ভিড় গাড়িতেও উঠতে এক মুহূর্ত ভাবেন না। ফলে অনেক সময়ই দুর্ঘটনার শিকার হতে দেখা যায়।
দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে একটি অটোতে পড়ুয়াদের ঠেসে ঢুকিয়ে বিপজ্জনক ভাবে নিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অটোর ছাদেও কয়েক জন ছাত্রকে বসে থাকতে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বরেলী পুলিশ অটোচালকের বিরুদ্ধে আইন পদক্ষেপ করা হয়েছে বলে জানায়।