Sleeper Class Unreserved Trian Ticket: এবার সংরক্ষিত টিকিট ছাড়া ৯ জোড়া ট্রেনে স্লিপার ক্লাসে করা যাবে ভ্রমণ, জানাল রেল

1/5রেলওয়ে জানিয়েছে যে যাত্রীরা রিজার্ভেশন ছাড়াই ৯ জোড়া ট্রেনে ভ্রমণ করতে পারবেন। সেকেন্ড ক্লাস স্লিপারেও এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পারেন যাত্রীরা। উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণের দেওয়া তথ্য অনুসারে, এই ৯ জোড়া ট্রেনে দ্বিতীয় শ্রেণির স্লিপার কোচে অসংরক্ষিত শ্রেণির সুবিধা চালু করা হচ্ছে।

2/5রেলের এই ঘোষণার পর, অসংরক্ষিত টিকিটধারীরাও এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পারবেন। এর আগে শুধুমাত্র রিজার্ভেশন টিকিট থাকা যাত্রীরাই এতে যাতায়াত করতে পারতেন। কিন্তু এখন অসংরক্ষিত টিকিট থাকা যাত্রীরাও এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।

3/5ট্রেন নং ১৪৭০৩/০৪, জয়সালমের-লালগড়-জয়সালমের ট্রেনে ১৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাস সুবিধা পাওয়া যাবে। ট্রেন নং ১৯৭৩৫/৩৬, জয়পুর-মারওয়ার জংশন-জয়পুর ট্রেনটিতে ১৮ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে। ট্রেন নং ০৪৭০১/০২, বাথিন্দা-লালগড়-বাথিন্ডা ট্রেনে ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচগুলিতে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে।

4/5ট্রেন নম্বর ০৪৭৫৩/৫৪, বাথিন্ডা-শ্রীগঙ্গানগর-বাথিন্ডা ট্রেনে ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচগুলিতে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে। ট্রেন নং ০৪৭৫৫/৫৬ বাথিন্ডা-শ্রীগঙ্গানগর-বাথিন্ডা ট্রেনে ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাস সুবিধা পাওয়া যাবে। ট্রেন নং ০৪৮৩৫/৩৬ হিসার-রেওয়ারি-হিসার ট্রেনে ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে।

5/5ট্রেন নম্বর ১৪৭৩৭/৩৮ ভিওয়ানি-তিলকব্রিজ-ভিওয়ানি ট্রেনে ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে। ট্রেন নম্বর ১৪৮২৩/২৪ যোধপুর-রেওয়ারি-যোধপুর ট্রেনে ১৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে। ট্রেন নং ১৯৩২৭/২৮ রতলাম-উদয়পুর সিটি-রতলাম ট্রেনে ৫ ডিসেম্বর থেকে দ্বিতীয় শ্রেণির স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.