Traffic Advisory for Durga Puja Rally: আজ কোন রাস্তা বন্ধ থাকবে? দুর্গাপুজোর মিছিলের জন্য কোথা দিয়ে গাড়ি নিয়ে যাবেন?

Traffic Advisory for Durga Puja Rally: আজ থেকে শুরু হতে চলেছে দুর্গাপুজোর ‘সেলিব্রেশন’। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় আজ ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের আয়োজন করেছে রাজ্য সরকার। দুপুর দুটো থেকে মিছিল শুরু হবে। দুপুর দুটোয় জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তোরণের সামনে থেকে শুরু হয়ে গিরিক পার্ক-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ডোরিনা ক্রসিং-রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোড পর্যন্ত যাবে মিছিল। সেই মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউনেস্কোর প্রতিনিধিরা। সেজন্য কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। তা দেখে নিন – 

1

দক্ষিণমুখী বাস/মিনিবাস: সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ঢুকতে দেওয়া হবে না। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে এপিসি রোড-এজেসি রোড দিয়ে বাস ঘুরিয়ে দেওয়া হবে।

2

উত্তরমুখী বাস/মিনিবাস: সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ঢুকতে দেওয়া হবে না। চিত্তরঞ্জন অ্যাভিনিউ/কলুটোলা স্ট্রিট ক্রসিং থেকে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এসপ্ল্যানেড থেকে লেনিন সরণি-মৌলালি-এপিসি রোড হয়ে উত্তরমুখী বাস/মিনিবাস ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী বাস/মিনিবাসগুলি এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড-এপিসি রোড হয়ে যাবে।

3

দক্ষিণমুখী ব্যক্তিগত গাড়ি/ছোটো গাড়ি: সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে যেতে দেওয়া হবে না। বরং শ্যামবাজার থেকে পাঁচমাথার মোড় থেকে এপিসি রোড-এজেসি রোড দিয়ে দক্ষিণমুখী ব্যক্তিগত গাড়ি/ছোটো গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিধান সরণি-বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে কোনও কোনও গাড়ি।

4

উত্তরমুখী ব্যক্তিগত গাড়ি/ছোটো গাড়ি: সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে উত্তরমুখী ব্যক্তিগত গাড়ি/ছোটো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। চিত্তরঞ্জন অ্যাভিনিউ/কলুটোলা স্ট্রিট ক্রসিং থেকে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। এসপ্ল্যানেড থেকে বেন্টিক স্ট্রিট-রবীন্দ্র সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে উত্তরমুখী ব্যক্তিগত গাড়ি/ছোটো গাড়ি। তাছাড়া এসপ্ল্যানেড থেকে লেনিন সরণি-মৌলালি-এপিসি রোড হয়ে গাড়িগুলি যাবে।

5

শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত পশ্চিমমুখী গাড়িগুলি ভূপেন বোস অ্যাভিনিউয়ে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে এপিসি রোড-এজেসি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে সব গাড়ি।

6

সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বিধান সরণি থেকে পশ্চিমমুখী গাড়িগুলিকে বিডন স্ট্রিটে যেতে দেওয়া হবে না। পরিবর্তে বিধান সরণি থেকে বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

7

গণেশ টকিজ থেকে গিরিশ পার্কের দিকে যাওয়া পূর্বমুখী গাড়িগুলি কেকে টেগোর স্ট্রিট-বিবেকানন্দ রোডে যেতে দেওয়া হবে না। পরিবর্তে রবীন্দ্র সরণি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

8

মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোডের দিকে যাওয়া পশ্চিমমুখী গাড়িগুলিকে এপিসি রোড-এজেসি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত সেভাবে গাড়ি চলাচল করবে।

9

মহাত্মা গান্ধী রোড থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে পূর্বমুখী গাড়িগুলি রবীন্দ্র সরণি-বি কে পাল অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ১ টা থেকে ৩ টে পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।

10

মহাত্মা গান্ধী রোড থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে পশ্চিমমুখী গাড়িগুলি শিয়ালদা উড়ালপুল থেকে এজেসি বসু রোড বা এপিসি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।

11

বি বি গাঙ্গুলি স্ট্রিটে পশ্চিমমুখী গাড়িগুলি ঢুকতে দেওয়া হবে না। সেই গাড়িগুলি এনসি স্ট্রিট বা কলেজ স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ২ টো থেকে দুপুর ৩ টে পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

12

দুপুর ২ টো থেকে দুপুর ৩ টো থেকে এস এন বন্দ্যোপাধ্যায় বন্ধ থাকবে। গাড়িগুলি মৌলালি থেকে এজেসি রোড দিয়ে বা সিআইটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

13

সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রেড রোডে (দক্ষিণমুখী) গাড়ি চলবে না। সেই গাড়িগুলি মেয়ো রোড-ডাফরিন রোড-জওহরলাল নেহরু আইল্যান্ড বা রানি রাসমণি অ্যাভিনিউ-কিংসওয়ে-স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

14

সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রেড রোডে (উত্তরমুখী) গাড়ি চলবে না। জওহরলাল নেহরু আইল্যান্ড-ডাফরিন রোড-মেয়ো রোড বা জওহরলাল নেহরু আইল্যান্ড-আউটরাম রোড-জওহরলাল নেহরু রোড দিয়ে গাড়ি ঘোরানো হবে।

15

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কলকাতা পণ্যবাহী গাড়ি চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.