এবার নয়া নিয়ম জারি। চিনা ধূপকাঠির উপর শুল্ক আরোপ করার পথে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চিনা ধূপকাঠি তৈরির উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী নিতীন গড়করি।
এছাড়াও আরও এক চমকপ্রদ ঘোষণা করেছেন মন্ত্রী। প্লাস্টিকের ব্যবহার বন্ধে তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রেল স্টেশনে যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকের ব্যবহৃত সামগ্রী। সতর্ক করলেও তা বন্ধ হচ্ছে না পুরোপুরি।
এবার তাই রেল স্টেশনগুলিতে চায়ের জন্য ‘কুলাদ’ (মাটির) কাপের প্রস্তাব দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও এমএসএমই মন্ত্রী নিতিন গড়করি শুক্রবার জানান, তিনি নাগপুর পৌর কর্পোরেশন কর্তৃক নির্মিত ‘মহিলা উদ্যোক্তা ভবন’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের জন্য মহিলাদের এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। তখনই তিনি ঘোষণা করেন হস্তশিল্প ও ছোট ব্যবসাগুলির ক্ষেত্রে গতি আনতে ৪০০ রেলওয়ে স্টেশনের চায়ের স্টলে কুলহাদ চালু করা যেতে পারে।
তিনি এই প্রস্তাব রেলমন্ত্রী পীযূষ গোয়ালের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই আলোচনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে।