আমাদের ভারত,৩০ আগস্ট: এক শিখ পুরোহিতের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে ধর্মান্তরিত করে এক মুসলিম যুবককে বিয়ে করতে বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের নানকানা সাহিবে। পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষ এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনাটি আন্তর্জাতিক স্তরে তোলার জন্য তারা ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন।
নানকানা সাহিবের এক গুরুদ্বারে গ্রন্থি ( পুরোহিত) ওই মেয়েটির বাবা ভগবান সিং। মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে জোর করে ধর্মান্তরিত করে মুসলিম যুবক মহম্মদ এহসানের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
মুসলিম মতে মেয়েটির বিয়ের ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এহসানের পাশে বসে রয়েছে মেয়েটি। কালো ওড়নায় মাথা ধাকা জড়োসড়ো হয়ে বসে রয়েছে মেয়েটি।
ভিডিওটিতে মেয়েটিকে ১৯ বছরের বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে বাবা-মায়ের কাছ থেকে কোনো টাকা কিংবা গয়না সে নিয়ে আসেনি। কিন্তু মেয়েটির দাদা পাক পুলিশকে জানিয়েছে তার বোন নাবালিকা। মেয়েটির বয়স ১৭ বছর। পরিবারকে খুন করার হুমকি দিয়ে তাকে ধর্মান্তরিত হয়ে বাধ্য করা হয়েছে। এহসান সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নানকানা সাহেবের পুলিশ। কিন্তু সেই অভিযোগ কে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে দাবি করেছে ওই মেয়েটির দুই দাদা। ফলে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়ে। একই সঙ্গে ভারত সরকারের বিদেশ মন্ত্রকেও বিষয়টি জানিয়েছেন তারা। ঘটনাটি আন্তর্জাতিক স্তরে তোলার আবেদন করেছেন তারা নরেন্দ্র মোদীর কাছে।
তবে এটা প্রথম নয়, পাকিস্তানের খাইবার পাস্তুন এলাকাতে সিন্ধ প্রদেশের বহু হিন্দু ও শিখ মেয়েকে অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করে মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আগেও।