গত আট বছরে উল্লেখযোগ্য হারে কমেছে কট্টর বামপন্থীদের গতিবিধি। সোমবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিক শাহের দাবি, মাওবাদী অধ্যুষিত এলাকার উন্নয়নমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফে। এর ফল স্বরূপ বিচ্ছিনতাবাদ এবং কট্টরপন্থা কমেছে বলে দাবি করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেন, ‘এতে (উন্নয়নমূলক কর্মকাণ্ডে) ভালো ফল পাওয়া গিয়েছে। ২০০৯ সালে কট্টর বামপন্থা সংক্রান্ত সহিংসতা শীর্ষে ছিল। সেই বছর এই ধরনের ঘটনার সংখ্যা ছিল ২২৫৮। তবে ২০২১ সালে কা কমে ৫০৯-তে দাঁড়িয়েছে।’ অমিত শাহ আরও জানান, ২০০৯ সালে মাওবাদী কট্টরপন্থার জেরে প্রাণ হারিয়েছিলেন ১০০৫ জন। ২০২১ সালে সেই সংখ্যা ১৪৭।
সোমবার ভোপালে মধ্যভারতীয় কাউন্সিলের ২৩তম বৈঠকে বক্তৃতা রাখছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ২০০৯ সালে পুলিশ থানার উপর মাওবাদী হামলার সংখ্যা ৯৬। সেখানে ২০২১ সালে এই সংখ্যা কমে ৪৬ হয়েছে। অমিত শাহ আরও বলেন, ‘মাওবাদী অধ্যুষিত এলাকায় কেন্দ্রের তরফে নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হচ্ছে। গত তিনবছরে নতুন ৪০টি ক্যাম্প তৈরি করা হয়েছে। আরও ১৫টি ক্যাম্প শীঘ্রই চালু করা হবে। এটা এক বিশাল প্রাপ্তি। রাজ্যগুলির সঙ্গে মিলে কেন্দ্র মাওবাদীদের নির্মূল করতে চায়।’
এদিকে অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির নেতা কেকে মিশ্রা বলেন, ‘এটা সত্যি যে ভারতে বিগত কয়েক বছরে মাওবাদী হামলা অনেক কমেছে। এর জন্য কৃতিত্ব পাওয়া উচিত ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের। কংগ্রেস সরকার মাওবাদীদের খুঁজে বের করে খতম করতে নিরন্তর পরিশ্রম করে চলেছে।’