সম্প্রতি ত্রিপুরায় এনএলএফটি সংগঠনের জঙ্গিদের হামলায় শহিদ হয়েছিল বিএসএফ জওয়ান গিরিশ কুমার উদ্দে। মধ্যপ্রদেশের বাসিন্দা গিরিশের শেষকৃত্য সম্পন্ন হয় চারগাওয়ান মাল গ্রামে। নিম্নচাপের জেরে মধ্যপ্রদেশে প্রচুর বৃষ্টি হয় গতকাল। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে গিরিশের শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন কয়েক হাজার জন। শহিদ গিরিশকে কুর্নিশ জানান বিএসএফ ডিআইজি সঞ্জয় বর্মা।
বিএসএফ প্রধান বলেন, ‘ঘটনার দিন দলকে নেতৃত্ব দিচ্ছিলেন গিরিশ। জখম হওয়া সত্ত্বেও তিনি থামেননি। তিনি চারবার গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তিনি শহিদ হন।’ এদিকে গিরিশের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং। তিনি ঘোষণা করেন গিরিশের পরিবারকে ১ কোটি টাকা সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। এদিকে কোনও ভাবে নিজের কান্না চেপে গিরিশের মেয়ে চন্দ্রিকা বলেন, ‘আমার বাবাকে যে বিচ্ছিনতাবাদীরা মেরেছে, তাদের যেন খতম করা হয়।’
জানা গিয়েছে, শুক্রবার সকালে ত্রিপুরার সীমানা পোস্টের কাছে পানিসাগর সেক্টরে এনএলএফটি জঙ্গিদের হামলায় শহিদ হন গিরিশ। গুলিবিদ্ধ অবস্থায় গিরিশকে আগরতলায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁকে বাঁচানো যায়নি। গিরিশের গ্রামে তাঁর নামে একটি স্কুল তৈরি করা হবে এবং তাঁর স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। গিরিশের শেষকৃত্য অনুষ্ঠানে বিএসএফ ডিআইজি, কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও আরও আধিকারিকরা উপস্থিত ছিলেন।