বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ বার্তা দিলেন সেদেশের হিন্দু সম্প্রদায়কে। প্রধানমন্ত্রীর বার্তা, সংখ্যালঘু হিন্দুরা কোনভাবেই যেন হীনমন্যতাকে প্রশ্রয় না দেন। তারা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে বাংলাদেশে। শুধু তাই নয়, শেখ হাসিনার আরও দাবি, পশ্চিমবঙ্গের তুলনায় দুর্গা মন্ডপের সংখ্যা অনেক বেশি শুধুমাত্র ঢাকাতেই।
প্রসঙ্গত, শেখ হাসিনা ঢাকার ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রামের জেএমসেন হলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ”বাংলাদেশের মাটিতে সকলের সমান অধিকার। আমার যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার রয়েছে। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার।” সেই সঙ্গে তিনি আরও জানান, ”সংখ্যালঘু বলে হিন্দুরা কখনও হীনমন্যতাকে প্রশ্রয় দেবেন না। কারণ আপনারা যাঁরা এদেশের নাগরিক তাঁরা সবাই দেশের মালিক। নাগরিক হিসেবে সকলের সমান অধিকার রয়েছে। দুষ্টু লোক সবধর্মেই রয়েছে। এদের প্রতিহত করতে ঐক্য ও বিশ্বাসটাই সকলের মধ্যে থাকতে হবে। সেটাই আমি চাই।”
সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই সংবাদমাধ্যমে ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রচার করা হয়, যেন এই দেশে হিন্দুদের কোন রকমের অধিকার নেই। তাঁর সরকার আওয়ামী লীগ কোন ধর্মের মানুষকে হেও করতে বিশ্বাসী নয়। এই প্রসঙ্গে শেখ হাসিনা জানান, ”আমি স্পষ্ট বলেত চাই যে আমাদের সরকার এ ব্যাপারে খুবই সতর্ক। আমি আপনাকে নিশ্চিত করে তা বলতে পারি।”