জন্মাষ্টমীর দিনে ক্রেতাদের নজরকাড়তে আমাজনে রাধাকৃষ্ণের ছবি বিক্রি হতে দেখা যায়। কিন্তু, এই সিদ্ধান্তের পরিণতিই উল্টো হয়ে গেল। নেটিজেনদের অভিযোগ, আমাজনে রাধাকৃষ্ণের ‘অশালীন ছবি’ বিক্রি হচ্ছে। অ্যামাজনে এই কান্ড রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। আর এই অভিযোগের ওপরে ভিত্তি করে নেট দুনিয়ায় শুরু হল ‘বয়কট অ্যামাজন’।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, রাধাকৃষ্ণের একটি ‘অশালীন ছবি’ বিক্রি হচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনে। এবার, এর জেরেই হিন্দু জনজাগ্রতী সমিতি লিখিত অভিযোগ দায়ের করল বেঙ্গালুরুর সুব্রহ্মণ্য থানায়। এই সমিতি একইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের করে এক্সটিক ইন্ডিয়া ওয়েবসাইটের বিরুদ্ধেও। দাবি, করা হয়েছে, এই একই ছবি এক্সটিক ইন্ডিয়া ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে।
ছবিটি অনলাইন মাধ্যমে বিক্রির ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বহু মানুষ সরব হন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলে। উল্লেখ্য, নেটিজেনরা ছবির বিরুদ্ধে সরব হতেই আমাজন অবশেষে বাধ্য হয় সরাতে। নেটিজেনদের দাবি, অ্যামাজন ও এক্সটিক ইন্ডিয়া উভয়কেই প্রকাশ্যে ও নিঃস্বর্তে ক্ষমা চাইতে হবে।