1/7স্নো লেপার্ড ব্রিগেডের মোট ১৪ জন জওয়ান লাদাখের অদেখা অঞ্চলের উদ্দেশে যাত্রা শুরু করেন ৯ অগস্ট। রুমটসে থেকে তাঁরা তাঁদের যাত্রা শুরু করেছিলেন।
2/7ভারতীয় সেনাবাহিনীর ট্রেকিং গ্রুপ সতর্কতার সাথে ট্রেকিং রুট তৈরি করেছিল এবং ১২ দিনের দীর্ঘ যাত্রা শুরু করার আগে এই যাত্রা বাস্তবায়নের যাবতীয় পরিকল্পনা করে রেখেছিল।
3/7সেনার দলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৬৬৭ ফুট উচ্চতায় অবস্থিত রুমটসে থেকে তাঁদের অভিযান শুরু করেছিল।
4/7বরফে ঢাকা পাহাড় এবং উপত্যকার মধ্য দিয়ে এই জাওয়ানরা যান। এই অভিযানের জন্য তাঁরা তাঁদের মানসিক এবং শারীরিক শক্তিকে চ্যালেঞ্জ করেন। শেষে তাঁদের শক্ত মনের জয় হয়।
5/7জাতীয় পতাকা উঁচু রেখে সাহসী ভারতীয় জওয়ানরা খারলুং-এ একটি ফর্মেশন তৈরি করেছিলেন। সেই ছবি ভারতীয় সেনার তরফে পরে পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
6/7এই অভিযাত্রী দলের সৈন্যরা কঠিন আবহাওয়ার মুখোমুখি হয়েছিলেন এবং সময়মতো তাঁদের যাত্রা শেষ করার জন্য তাঁবুতে রাত কাটিয়েছিলেন।
7/7খাড়া পাহাড়, দুর্গম ভূখণ্ড এবং নদীর স্রোত অতিক্রম করার পর, দলটি ১৯ অগস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উপরে নিওরায় পৌঁছে তাঁদের যাত্রা শেষ করেন।