Petrol-Diesel Price in Bengal: এই জেলায় একলাফে ১ টাকা দাম কমল পেট্রলের, বাংলায় আজ কোথায় কততে বিকোচ্ছে জ্বালানি?

1/5আজ বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুরে জ্বালানি তেলের দাম কমেছে। এর মধ্যে কোচবিহারে আজ সর্বোচ্চ ১ টাকা ৫ পয়সা দাম কমেয়েছে পেট্রলের। এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া এবং দার্জিলিঙে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে।

2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৫৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.২৪ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯২.৯৬ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৩০ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.০১ এবং ৯৩.০৭ টাকায়।

3/5দার্জিলিঙে পেট্রল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা। হুগলিতে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৩৫ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.০৬ টকায়। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৬.২৩ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৯৫ টাকা। মালদায় পেট্রলের দাম ১০৫.৮১ টাকা, ডিজেল ৯২.৫৬ টাকা। ঝাড়গ্রামে পেট্রল বিকোচ্ছে ১০৬.৯৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৬২ টাকায়।

4/5কলকাতাতে আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.২২ টাকা, ডিজেল ৯২.৯৪ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৬.৬৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৩৪ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৬ এবং ১০৬.৪৩ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.২৫ এবং ৯৩.১৪ টাকা করে।

5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.১১ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৭৭ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৩৯ ও ১০৬.৫৯ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.১৩ এবং ৯৩.২৫ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৩৬ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০৭ এবং ৯২.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৫ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.