সম্প্রতি শাসন থেকে আল কায়দার দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। এবার তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসটিএফের হাতে। অনুমান করা হচ্ছে, ধৃত হবিবুল্লাহ ও কাজি আহেসান উত্তরবঙ্গে জঙ্গি সংগঠনের জাল বেছানো শুরু করে দিয়েছিল। ধৃত হবিবুল্লাহর বাড়ি দক্ষিণ দিনাজপুরে। মূলত ভৌগলিক দিক থেকে বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে যাতায়াত অনেকটাই সহজতর। সেকারণেই কোচবিহার, জলপাইগুড়ির কিছু পয়েন্টে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছিল নিষিদ্ধ আল কায়দা সংগঠনকে। মূলত দক্ষিণবঙ্গে ধরপাকড় শুরু হতেই উত্তরবঙ্গকে বেছে নিয়েছিল জঙ্গিরা। এমনটাও উঠে আসছে তদন্তে।
সূত্রের খবর, গত ১ বছরে অন্তত ২০জন বাংলাদেশিকে এই দেশে নিয়ে এসে অসম লাগোয়া উত্তরবঙ্গে রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।সেক্ষেত্রে তাদের আসল ছক কী ছিল সেটাই জানার চেষ্টা করছে এসটিএফ।
সূত্রের খবর, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে শাখা বিস্তার করার চেষ্টা করছিল জঙ্গিরা। জেহাদের মতাদর্শ ছড়়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল সাধারণ যুবকদের মধ্যে। এরপর ধীরে ধীরে সন্ত্রাসের বিষকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হত সাধারণ মানুষের মধ্যে।
প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে উত্তরবঙ্গের ছেলে হওয়ার জন্য় এলাকা সম্পর্কে পরিচিত ছিল হবিবুল্লাহ। কোচবিহারের সীমান্ত সংলগ্ন কিছু এলাকায় গোপনে প্রভাব বিস্তার শুরু করছিল সে। জলপাইগুড়ির সীমান্তবর্তী কিছু পয়েন্ট নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। তবে কি বাংলাদেশ থেকে সন্দেহভাজনদের নিয়ে আসার পরে কোচবিহার ও জলপাইগুড়িতে লুকিয়ে রাখা হয়েছিল? নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা।