আবার বিপত্তি বিমানে। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে জিনিসপত্র রাখার জায়গা (কার্গো) থেকে আচমকাই ধোঁয়া বার হচ্ছে বলে জানা যায়। অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপদ জায়গায় জরুরি অবতরণ করানোর জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অনুরোধ জানান বিমানের চালকরা। শেষ পর্যন্ত নিরাপদেই নামে ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি। রক্ষা পান যাত্রীরা।
বিমান চালকরা বিপদের কথা জানানো পরেই কলকাতা বিমান বন্দরের দমকল বাহিনীকে তৈরি থাকতে বলে এটিসি। যদিও তাদের প্রয়োজন পড়েনি।
ইন্ডিগো সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সমস্ত জরুরি প্রক্রিয়া অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই অবতরণ করিয়েছেন চালক। অবতরণের পর তদারকি চলছে। যদিও আগুন লেগেছিল বলে যে বিপদ-বার্তা জারি হয়েছিল, তা সত্যি নয়। সেই নিয়ে তদন্ত চলছে।’
বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র এক আধিকারিক বলেন, ‘‘জিনিসপত্র রাখার এলাকায় আগুন লেগেছে বলে বিপদ-বার্তা জারি হয়। তার পরেই ‘মে ডে’ ঘোষণা করেন বিমান চালক। পরে সেই বিপদ-বার্তা বাতিল হয়। কলকাতায় নিরাপদে বিমান অবতরণ করিয়েছেন চালক। পরে জানা যায় সতর্কতা ভুয়ো ছিল।’’