রাজস্থানের করৌলি এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা থেকে উদ্ধার ১১ কোটি টাকা। তবে সবটাই রাখা হয়েছিল কয়েনের আকারে। অর্থাৎ ১১ কোটির কয়েন একেবারে লোপাট হয়ে গিয়েছে SBI থেকে। কোথায় গেল এই বিপুল কয়েন? ইতিমধ্যেই এনিয়ে রহস্য দানা বেঁধেছে।
এদিকে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা অন্তত ১৫জন প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিকের বাড়িতে তল্লাশি শুরু করেছেন। নানা দলে বিভক্ত হয়ে অন্তত ২৫টি পয়েন্টে তল্লাশি শুরু হয়েছে। তার মধ্যে দিল্লি, জয়পুর, করৌলি,আলওয়ার, উদয়পুর, জয়পুর সহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু ব্যাঙ্কের সুরক্ষিত এলাকা থেকে কীভাবে কয়েন লোপাট হয়ে গেল? তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? তবে কি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত?
সূত্রের খবর, গত বছর অগস্ট মাসে এই কয়েন গায়েব হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এরপরই এনিয়ে খোঁজখবর শুরু হয়। কিন্তু কোথাও কয়েনের খোঁজ মেলেনি। এরপর রাজস্থান হাইকোর্ট পর্যন্ত এই ঘটনার জল গড়ায়। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এই তদন্তের ভার দেয়। এরপরই সিবিআই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। কোথায় এই কয়েন লোপাট করা হয়েছে তা দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে।