1/4সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেশীয় অপরিশোধিত তেল উৎপাদনের ওপর কর সংশোধন করা হয়েছে। এখন প্রতি টন অশোধিত জ্বালানির উপর ১৭ হাজার ৭৫০ টাকার পরিবর্তে ১৩ হাজার টাকা কর ধার্য করা হবে। এদিকে জেট ফুয়েলের ওপর রপ্তানি কর প্রতি লিটারে শূন্য থেকে বাড়িয়ে ২ টাকা করা হয়েছে।
2/4সরকার ডিজেল রপ্তানিতে উইন্ডফল শুল্ক প্রতি লিটারে ৫ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করেছে। এর আগে ১১ টাকা থেকে কমিয়ে ডিজেলে উইন্ডফল কর ৫ টাকা করা হয়েছিল। এদিকে নয়া বিজ্ঞপ্তি অনুসারে পেট্রল রপ্তানির ওপর কোনও উইন্ডফল কর আরোপ করা হবে না। নতুন আদেশ আজ শুক্রবার থেকে কার্যকর হবে।
3/4জ্বালানি কোম্পানিগুলির ক্রমবর্ধমান মুনাফা নিয়ন্ত্রণ করতেই উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের তুলনায় কমেছে। এই আবহে উইন্ডফল ট্যাক্স আরোপ করায় তেল উৎপাদনকারী ও শোধনাগার কোম্পানিগুলোর লাভের পরিমাণ কমে যাবে।
4/4নির্দিষ্ট পরিস্থিতিতে লাভবান কোম্পানিগুলির উপর আরোপ করা হয় উইন্ডফল ট্যাক্স। ইউক্রেনে রাশিয়ার হামলার পর আন্তর্জাতিক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এতে অনেক লাভবান হয়েছে তেল কোম্পানিগুলো। এই পরিস্থিতিতেই সরকার এই লাভ নিয়ন্ত্রণ করতে এবং দেশীয় বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উইন্ডফল ট্যাক্স আরোপ করে থাকে।