স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রের শিন্ডে সরকারের তরফে দেওয়া হল বিশেষ নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী, মহারাষ্ট্রের সরকারি আধিকারিকদের ফোন কল রিসিভ করার পরে ‘হ্যালো’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলতে হবে। এই নির্দেশিকা কার্যকরী হওয়ার ঘোষণাটি করেছেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার বলেন, “আমরা দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসের দিকে যাচ্ছি। আমরা উদযাপন করছি অমৃত মহোৎসব। আমি চাইছি অফিসাররা ফোন তুলে হ্যালো না বলে, বলুন বন্দে মাতরম”।
তিনি নিজের মন্তব্যে সরাসরি বুঝিয়ে দিলেন যে, ঠিক কতদিন পর্যন্ত সরকারি আধিকারিকদের ফোন তুলে ‘হ্যালো’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলতে হবে। তিনি জানান, ” মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার”। প্রসঙ্গত, শিন্ডে সরকারের ১৮ জন মন্ত্রীর মধ্যে একজন হলেন সুধীর মুঙ্গান্তিওয়ার। শিন্ডের মন্ত্রীসভাতেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের দায়িত্বে থেকে সরকারি নির্দেশিকা আসার আগাম খবর দিলেন সুধীর মুঙ্গান্তিওয়ার।