বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি আগের তুলনায় অনেক ভালো রয়েছেন বলে জানা গেল। তাঁকে ভেন্টিলেটর থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। এখন সামান্য কথাও বলতে পারছেন এমনটাই জানালেন সলমন রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। আগে জানা গিয়েছিল, হামলার জেরে একটি চোখ চিরকালের জন্য হারিয়ে ফেলতে পারেন বর্ষীয়ান লেখক।
তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রুশদি’র হাতের স্নায়ু ছিড়ে গিয়েছে। সেই সঙ্গে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যকৃত। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, এ ব্যাপারে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, শুক্রবার রুশদি’র ওপর হামলা চালানো হয় শতকা ইনস্টিটিউটের মঞ্চে। সেখানে একটি বিষয়ের উপর বক্তৃতা দিচ্ছিলেন সলমন রুশদি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন লেখকের উপর। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই বেশ কয়েকবার কোপ বসিয়ে দেয় লেখকের বুকে, পেটে ও ঘাড়ে। এরপর দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় রুশদিকে।