আরও একবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে ভারতের নাম শোনা গেল। শুধু তাই নয়, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান। ইতিমধ্যেই, সেই বিশেষ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় পাক বিদেশমন্ত্রকের পদক্ষেপের সমালোচনায় মুখ খোলেন। সেই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা তুলে ধরেন ইমরান খান।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার তেল না কেনার ব্যাপারে হুঁশিয়ারি জারি করেছিল। কিন্তু ভারত তা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনেছিল। সেই সময় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, ‘যত সমস্যা রাশিয়া থেকে তেল কিনলেই। আর গোটা ইউরোপ সেখান থেকে যখন গ্যাস কিনছে, তখন কোন সমস্যা হয় না। ভারত কোনভাবেই এই নির্দেশ মানতে রাজি নয়।’ এই বিশেষ ভিডিও’র ক্লিপটি ইমরান খান দেখিয়ে বলেন, ‘এই হল স্বাধীন দেশের রূপ।’ কিন্তু পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়।
সেই নিয়ে ইমরান খান পাকিস্তানের বিদেশমন্ত্রককে তোপ দেগে বলেন, ”রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ব্যাপারে আমাদের কথা হয়ে গিয়েছিল। কিন্তু এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে সেই তেল কেনা বন্ধ করে দেয়। তার ফলেই দেশে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলে। নাভিশ্বাস ওঠে আমজনতার। এইরকম দাসত্বের বিরোধী আমি। একইসঙ্গে স্বাধীন হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত যদি তার দেশের জনগণের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পারে তাহলে আমাদের সরকার কেন নয়? ”