শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতকে ধন্যবাদ জানিয়েছেন, ডর্নিয়ার মেরিটাইম নজরদারি বিমান দেওয়ার কারণে। আগামী দিনে এই বিশেষ বিমানটি শ্রীলঙ্কার নৌ-সেনাকে নজরদারি চালাতে বিশেষভাবে সাহায্য করবে। সেই সঙ্গে শক্তিশালী করবে ভারত-শ্রীলঙ্কা প্রতিরক্ষা সম্পর্ককে।
এই বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট রনিল জানান, ”সামুদ্রিক নজরদারিতে আমাদের বিমানবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে এইভাবে সহযোগিতার সূচনা হল। ইতিহাস দুই প্রতিবেশী দেশকে এমন জায়গায় নিয়ে এসেছে, যেখানে মনে হয়, দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।” প্রসঙ্গত, কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন শ্রীলঙ্কা বিমান বাহিনী ঘাঁটি কাতুনায়েকেতে সামুদ্রিক নজরদারি বিমানটি হস্তান্তরিত করা হয়েছে কলম্বোর ভারতীয় হাইকমিশনার গোপাল বাগল ও শ্রীলঙ্কা সফররত ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাদের উপস্থিতিতে।
সূত্র মারফত খবর, এই বিশেষ নজরদারি বিমানটি শ্রীলঙ্কান বায়ুসেনার মাত্র ১৫ জন উড়াতে পারবেন। তাঁদের প্রত্যেকের ভারতেই প্রশিক্ষণ চলেছে দীর্ঘ ৪ মাস ধরে। এখানে জানিয়ে রাখি, শ্রীলঙ্কাকে ডর্নিয়ার বিমানটি দেবার ঠিক একদিন পরই অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট বহনকারী চিনা জাহাজকে দেখা গিয়েছিল শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে।