1/5নতুন এই বন্দে ভারত অবশ্য প্রথম দু’টি বন্দে ভারত ট্রেনের থেকে আলাদা। কোচের ভেতরের সাজ সজ্জা থেকে শুরু করে ট্রেনের গতি, আগের ট্রেনগুলি থেকে পুরোপুরি আলাদা এই নতুন ট্রেনটি। এটিকে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন বলে আখ্যা দেওয়া হচ্ছে।
2/5মাত্র ১৪০ সেকেন্ডে ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে পৌঁছতে সক্ষম এই বন্দে ভারত ট্রেনটি ৪৫ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে চালান হবে ট্র্যাকে। দুর্গা পুজোর আগেই এটিকে যাত্রী পরিষেবার কাজে নিযোগ করা হবে।
3/5বর্তমানে নয়াদিল্লি থেকে বারাণসী এবং নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। তবে নতুন ট্রেনটি কোন রুটে চলবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ ভারতের কোনও রুটে এই ট্রেন চলতে পারে বলে দাবি করা হয়েছিল আগে।
4/5নতুন বন্দে ভারত ট্রেনে যাতে বাতাস জীবাণুমুক্ত থাকে তার জন্য ইউভি ল্যাম্প থাকবে। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। ফলে নিরাপত্তার দিক থেকেও ট্রেনের কোচের মান ভালো।
5/5নয়া বন্দে ভারতে নয়া সুবিধা- নতুন বন্দে ভারত ট্রেনে মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ আগের থেকে এই ট্রেনে অনেক বেশি ভালো। কোচের বাইরে ৪ টি প্ল্যাটফর্ম সাইট ক্যামেরা থাকবে। থাকবে রিয়ার ভিউ ক্যামেরাও।