শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:৩১
অনুব্রত ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে
২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’’
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:৫৪
শুনানি শেষ
আদালতে পেশ করার পর সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হল শুনানি। এখনও কোনও নির্দেশ দেননি বিচারক।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:২২
অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইল সিবিআই
অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চাইল সিবিআই।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:২০
আদালতের বাইরে বাম-বিজেপির বিক্ষোভ
আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষ ছুড়ে দেওয়া হয়।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:০৮
আদালতে পেশ করা হল অনুব্রতকে
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হল ধৃত অনুব্রত মণ্ডলকে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইবে সিবিআই।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৫৬
গ্রেফতার অনুব্রত মণ্ডল
বিকেল সওয়া ৪টে নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করিয়ে গ্রেফতার করা হয় অনুব্রতকে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৪৫
গেস্ট হাউস থেকে বেরোন অনুব্রত
বিকেল সাড়ে ৪টে নাগাদ অনুব্রতকে শীতলপুর গেস্ট হাউস থেকে বেরোন সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, আদালতে পেশ করিয়ে নিজেদের হেফাজতে রাখার আবেদন করবে তদন্তকারী সংস্থা।
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৪০
সকালে আটক হন অনুব্রত
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অনুব্রতের বাড়িতে যায় সিবিআই। এর পর সাড়ে ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে তাঁর নিচুপট্টির বাড়ি থেকে বেরোন তদন্তকারী।